সীমান্তে ব্যালট-চিঠিসহ ইউএস পোস্ট অফিসের কর্মচারী গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত অতিক্রমের সময় পোস্ট অফিসের এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছে শত শত খাম এবং বিলি না করা চিঠি পাওয়া যায়, যার মধ্যে অব্যবহৃত ব্যালট পেপারও রয়েছে।
বাফেলোর এই মেইলম্যানের কাছে, বিলি না করা প্রায় আটশটি মেইল রয়েছে। তার গাড়ির ট্রাংক থেকে উদ্ধার করা সেসব মেইল বিলি না করার কারণ হিসেবে পোস্ট অফিসের এই কর্মকর্তা বলছেন, স্থানীয় একটি সেতুতে দুর্ঘটনার ফলে তিনি চিঠিগুলো বিলি করতে পারেননি।
কাস্টমস এবং সীমান্তরক্ষীরা ওই গাড়ির আবর্জনা জড়ো করে রাখার বাক্সে বড় কয়েকটি এলাকার জিপকোডসহ অসংখ্য মেইল পেয়েছেন। যেগুলোর মধ্যে এরি কাউন্টি ইলেকশন বোর্ডের তিনটি অব্যবহৃত ব্যালট ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উইলসন নামে পোস্ট অফিসের এই মেইলম্যান ব্যালট এবং বিলি না করা চিঠির বিষয়ে কাস্টমস ও সীমান্ত রক্ষী কর্মকর্তাদের কোনো সদুত্তর দিতে পারেননি। জিজ্ঞাসাবাদে তিনি একেকবার একেক কথা বলছেন। প্রথমে দুর্ঘটনার কথা বললেও পরে আবার বলেছেন চিঠিগুলো তার মায়ের। তবে নাম কেন মিলছে না, সে বিষয়ে এই কর্মচারী কোনো উত্তর দেননি। তবে মেইলের বাক্সে তিনটি অব্যবহৃত ব্যালট থাকার বিষয়ে কিছুই জানতেন না, বলে দাবি উইলসনের।
তার বিরুদ্ধে চিঠি পৌঁছাতে দেরি করা এবং চিঠি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে পাঁচ বছরের জেল এবং দুই লাখ ৫০ হাজার ডলার জরিমানার মুখোমুখি হতে পারেন এই কর্মচারী।
সারাবাংলা/এমও
কোন মন্তব্য নেই