চট্টগ্রামে সবজির বাজারে আগুন, ৫০ টাকার নিচে মিলছে না কিছুই
রমেন দাশ গুপ্ত, স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কাঁচাবাজারে সবজির চড়া দাম গত কয়েক বছরের রেকর্ড ভেঙেছে। ৫০ টাকার নিচে কোনো সবজিই মিলছে না। কোনো কোনো সবজির দাম ১০০ টাকা ছাড়িয়ে গেছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০০ টাকায়। এমনকি মিষ্টিকুমড়োর দামও কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা হাঁকাচ্ছেন বিক্রেতারা।
ক্রেতারা বলছেন, গত একদশকে অন্তত সবজির এমন চড়া দাম তারা দেখেননি। দফায় দফায় কাঁচাবাজারে অভিযান চালিয়েও প্রশাসন সবজির বাজার নিয়ন্ত্রণে আনতে পারছে না। উত্তরাঞ্চলে বন্যায় ক্ষেতে সবজি নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ সংকটকে অজুহাত হিসেবে সামনে আনছেন বিক্রেতারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ও শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরীর কাজীর দেউড়ি, বকশিরহাট, হেমসেন লেইন কাঁচাবাজার ঘুরে এবং ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছে সবজির দাম যাচাই করা হয়। প্রতিটি বাজারেই দেখা গেছে, বিক্রেতাদের সবজির চড়া দাম হাঁকানোর বিপরীতে মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত, গরীব ক্রেতাদের অসহায়ত্বের চিত্র। প্রায় প্রতিটি সবজির দাম গত এক সপ্তাহে অন্তত ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার তথ্য দিয়েছেন খোদ বিক্রেতারাই।
বকশিরহাট কাঁচাবাজারে আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫ থেকে ৫০ টাকায়। কাজীর দেউড়ি বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। বাজারভেদে পটল প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। গত সপ্তাহেও পটলের দাম অন্তত ২০ টাকা কম ছিল। একইভাবে কেজিতে ১০ টাকা বেড়ে বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে ঢেঁড়স, শসা, বেগুনের দাম অন্তত ২০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬০ টাকায়। ৩০ টাকার মিষ্টিকুমড়ো এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে হয়েছে ৫০ থেকে ৬০টাকা
কোন মন্তব্য নেই