আশ্রয়-খাবার দেয়ার নামে হোটেলে নিয়ে ধর্ষণ: গ্রেপ্তার ২
১৫ বছর বয়সী এক কিশোরীকে আশ্রয় ও খাবার দেয়ার কথা বলে হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের দায়ে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে নগরীর কোতোয়ালি ধানাধীন হোটেল গার্ডেন সিটি থেকে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি ধর্ষক খলিলুর রহমান খলিল (৪০) ও হোটেলের ম্যানেজার আব্দুল আহাদকে(৪৫) গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে ।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, হোটেলটিতে ইয়াবা ব্যবসায়ী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে ওই কিশোরীকে কান্নারত দেখতে পায় পুলিশের টিম। এসময় তার কান্নার কারণ জানতে চাইলে কিশোরী জানায়, তাকে আশ্রয় ও খাবার দেয়ার কথা বলে হোটেলে এনে জোরপূর্বক ধর্ষণ করেছে একজন। এসময় ধর্ষণে অভিযুক্ত খলিলুর রহমান খলিলকে আটক করে পুলিশ। খলিল হোটেলে রুম নেওয়ার সময় নাম ও ঠিকানা এন্ট্রি করেননি। হোটেলের ম্যানেজার আব্দুল আহাদ তাকে ধর্ষণে সহযোগিতা করেছে। সে কারনে তাকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে ওই কিশোরীর বাবা বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছে। পুলিশ সদস্যরা কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করছে।
কোন মন্তব্য নেই